রোববার বেলা ১১টায় পরীক্ষার্থীরা শহরের জিরো পয়েন্ট সাতমাথায় অবস্থান নেন।
Published : 20 Oct 2024, 10:34 PM
এইচএসসি পরীক্ষার কেন্দ্র বাতিলের দাবিতে বগুড়া শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বগুড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১টায় পরীক্ষার্থীরা শহরের জিরো পয়েন্ট সাতমাথায় অবস্থান নেন। এতে শহরে তীব্র যানজট তৈরি হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থী সাকিল আহাম্মেদ বলেন, “বগুড়া সরকারি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র সরকারি শাহ সুলতানা কলেজ। কিন্তু সেখানে শিক্ষার্থীদের মানসিকভাবে হয়রানি করা হয়। এতে পরীক্ষা ভালো হয় না। রেজাল্টও খারাপ হয়। তাই ওই কলেজের কেন্দ্র বাতিল করে অন্য কলেজে পরীক্ষা নেওয়া হোক।”
বগুড়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুন্নবী বলেন, “ছাত্রদের আমরা সড়কে অবরোধ করতে মানা করেছিলাম। কিন্তু তারা তা উপেক্ষা করে অবরোধ করেছে। ছাত্রদের বলেছি, সময় আসুক, আমি কেন্দ্র পরিবর্তনের ব্যাবস্থা করবো। না পারলে তোমারা কর্মসূচি দিও। তারা মানেনি।
“আমি দেখেছি, সরকারি শাহ সুলতান কলেজে পরীক্ষা স্বাভাবিকভাবেই দিয়ে আসছে শিক্ষার্থীরা।
তারপর তাদের দাবি অনুযায়ী, আমি চেষ্টা অব্যাহত রাখব।”
সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম তাপস বলেন, “এখানে কোনো শিক্ষার্থীকে
হয়রানি করা হয় না। বোর্ডের নিয়ম অনুযায়ী, শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া হয়। তারা যদি মনে করে অন্য জায়গায় কেন্দ্র নেবে তাহলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।”
ট্রাফিক পরিদর্শক মো. সালেকুজ্জামান বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে যানজট তৈরি হয়েছিল। দুপুর পৌনে ১২টায় তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।