প্রায় চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন এবং দাবি আদায়ের পর শিক্ষার্থীরা সব তালা খুলে দেয়।
Published : 24 Sep 2024, 07:23 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আটকে থাকা পরীক্ষা চালু ও ১০ মাসের বেশি সময় ধরে সেশনজট নিরসনসহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বিভাগের সভাপতি, অফিস, শ্রেণিকক্ষে তালা দিয়ে এ কর্মসূচি পালন করে তারা।
প্রায় চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন ও তাদের দাবি আদায়ের পর শিক্ষার্থীরা সব তালা খুলে দেয়।
এ সময় শিক্ষার্থীরা ‘এক বছরে এক সেমিস্টার, ধিক্কার ধিক্কার’, ‘রেজাল্ট কেন দশ মাসে, রেজাল্ট চাই একমাসে’, ‘শিক্ষকদের স্বৈরাচার, চলবে না চলবে না’, ‘ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘গুটি চালানো বাদ দেন, আমাদের মুক্তি দেন’, ‘মিস্টি কথা বাদ দেন, চার দফা মেনে নেন’, ‘আর নয় বাড়াবাড়ি, পরীক্ষা চাই তাড়াতাড়ি’, ‘পরীক্ষা কেন ধীরগতি, কি করছেন সভাপতি’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- ২০২০-২১ শিক্ষাবর্ষের তিন মাস আটকে থাকা পরীক্ষার রুটিন আজকের মধ্যে প্রকাশ করতে হবে; ২০২১-২২ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ১০ মাস ক্লাসের পরেও পরীক্ষার ফর্ম-ফিলাপের তারিখ দেওয়া হয়নি, আজকের মধ্যে ফর্ম-ফিলাপের তারিখসহ পরীক্ষার রুটিন দিতে হবে; একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি পাওয়া অধ্যাপক মুসতাক আহমেদের তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা ও পাশাপাশি বিভাগ থেকে এ বিষয়ে কি ধরনের সহযোগিতা করা হয়েছে সেটি শিক্ষার্থীদের জানানো; বিভাগে সেশনজট নিরসনে চার মাসে সেমিস্টার শেষ করা।
অবস্থান কর্মসূচিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. মনিরুল ইসলাম বলেন, “৬ জুন আমাদের পরীক্ষা শুরু হয়েছিলো। অথচ দুর্ভাগ্যজনকভাবে তিন মাসেরও বেশি সময় ধরে সে পরীক্ষা আটকে আছে। ১০ মাসেরও বেশি হয়ে গেল আমরা একই সেমিস্টারে আছি।
“আমাদের পরের ব্যাচে ১০ মাস ধরে ক্লাস হলেও ফর্ম-ফিলাপ বা পরীক্ষার রুটিন দেওয়া হয়নি। বিভাগের শিক্ষকদের কাছ থেকে একাধিকবার কথা বললেও শুধুমাত্র আশ্বাসই দিয়েছেন। তাই চার দফা দাবি আদায়ে আমরা বিভাগে তালা দিয়ে অবস্থান করেছি।”
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বলেন, “২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আটকে থাকা পরীক্ষার রুটিন এরই মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২১-২২ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের পরীক্ষার ফর্ম-ফিলাপের তারিখের সিদ্ধান্তও হয়েছে। এসব বিষয় নিয়ে আগে থেকেই আজকে একাডেমিক কমিটির মিটিংয়ের কথা ছিলো।
“একপর্যায়ে সাময়িক অব্যাহতি পাওয়া অধ্যাপক মুসতাক আহমেদের তদন্তের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা প্রসঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলসহ আমরা শিক্ষকেরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করি। তিনি জানিয়েছেন, আজকে সিন্ডিকেটে ওই শিক্ষকের প্রসঙ্গটি আসবে। সবমিলিয়ে শিক্ষার্থীরা বর্তমানে তাদের অবস্থান কর্মসূচি থেকে ফিরে গেছে।”