পুলিশ জানায়, গ্রেপ্তার শুক্কুর আলী ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের বাসিন্দা।
Published : 26 Feb 2025, 07:51 PM
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, মঙ্গলবার রাতে তাকে উপজেলার ভাটারা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শুক্কুর আলী (২৫) ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের ওহাব উল্লাহর ছেলে বলে নিজের পরিচয় দিয়েছেন।
ওসি চাঁদ বলেন, রাতে ভাটারা বাজার ঘুরাফেরা করছিল শুক্কুর আলী। তাকে দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তিনি হিন্দিতে কথা বলছিলেন। তবে তিনি আধো বাংলা ও ইংরেজি বলতে পারেন।
“তার আচরণ উদ্ভ্রান্ত মনে হওয়ায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ আগে তিনি সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে।”
শুক্কুরের কাছে বৈধ কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের মামলা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।