ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
Published : 03 Jan 2023, 09:38 AM
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সে সময় মাঝ নদীতে তিনটি ফেরি ও ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে।
এ সময় তীব্র শীতে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন বলে জানান দৌলতদিয়া ঘাটের এ কর্মকর্তা।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘাটে যাত্রী ও গাড়ির চাপ আছে। এখন ১৪টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।