“এ সময় এক হামলাকারী বলতে থাকেন, ‘বেশি বাইড়া গেছ৷ নারায়ণগঞ্জে থাইকা কার নামে কী কও বোঝ’?”
Published : 30 Jan 2024, 09:20 AM
গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত পৌনে ৯টার দিকে শহরের আল্লামা ইকবাল রোডে (কলেজ রোড) এ হামলার ঘটনা ঘটে।
হামলার পর সংগঠনটির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।
তরিকুল সুজন বলেন, তিনি সড়কে একটি দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন৷ এমন সময় বৃষ্টি নামলে সরকারি তোলারাম কলেজের উত্তর দিকে নিজের রেস্তোরাঁর নিচতলায় গিয়ে দাঁড়ান৷ সেখানে আগে থেকেই অবস্থান করা দুই যুবক অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন৷
“এ সময় এক হামলাকারী বলতে থাকেন, ‘বেশি বাইড়া গেছ৷ নারায়ণগঞ্জে থাইকা কার নামে কী কও বোঝ’?”
তরিকুল সুজন রাজনীতির পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত। এসব কারণেই হামলা হয়েছে বলে তিনি মনে করেন।
কারা হামলা করেছে জানতে চাইলে গণসংহতি আন্দোলনের জেলা কমিটির নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, “আমাদের দল জনগণের পক্ষে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করছে৷ এই আন্দোলনের কারণে জনবিরোধী যে গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে তারাই এ হামলা করেছে।”
এ ব্যাপারে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম বলেন, “হামলার বিষয়ে অভিযোগ পাইনি৷ তবে খোঁজ নেওয়া হবে।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]