‘স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পত্রিকা বিক্রেতাকে পিটিয়ে হত্যা’

শনিবার রাতেও ওই বৃদ্ধ ঘরের সামনে এসে উত্ত্যক্ত করেন বলে জানান ওই নারী।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2022, 05:35 PM
Updated : 4 Dec 2022, 05:35 PM

কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পত্রিকা বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রভাবশালী এক প্রতিবেশীর বিরুদ্ধে।

রোববার (৪ নভেম্বর) বিকালে পৌর এলাকার কেন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে বলে নাঙ্গলকোট থানার এসআই কামাল হোসেন জানান।

নিহত জসিম উদ্দিন (৪৫) ওই গ্রামের আবু তাহেরের ছেলে। তিন সন্তানের বাবা জসিম দীর্ঘদিন ধরে এলাকায় পত্রিকা বিক্রি করতেন।

জসিমের স্ত্রীর অভিযোগ, ৬০ বছর বয়সী ওই প্রতিবেশী প্রায়ই তাকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। সবশেষ শনিবার রাতেও ওই বৃদ্ধ ঘরের দরজার সামনে এসে তাকে উত্ত্যক্ত করেন।

“বিষয়টি আমার স্বামী বুঝতে পেয়ে ধাওয়া দিলে ওই প্রতিবেশী দৌড়ে পালান। এর জেরে পরের দিন আমার স্বামীকে গ্রামের মোড়ে পেয়ে  এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করেন। স্বামীর সামান্য আয়ে তিনটা সন্তান নিয়ে কোনো রকমে দিন চলছিল। এখন কীভাবে চলবে?”

স্থানীয়রা জানান, গ্রামের মোড়ে আগে থেকে অবস্থান নেওয়া ওই প্রতিবেশী জসিমকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারপিট করেন।

এতে জ্ঞান হারালে স্থানীয়রা জসিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, জসিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গা ঢাকা দেন নাঙ্গলকোট পৌরসভার এক সাবেক কাউন্সিলরের বাবা ওই প্রতিবেশী।

এসআই কামাল হোসেন রোববার রাতে সাংবাদিকদের জানান, লাশ হাসপাতাল থেকে থানায় এনে রাখা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এ ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে পুলিশের এ কর্মকর্তা জানান।