চাঁদপুরে ১১২ মণ জাটকা জব্দ, আটক ৪০

আটক ৪০ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত ডিআইজি।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2024, 04:20 PM
Updated : 14 Feb 2024, 04:20 PM

চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১২ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় ৪০ জনকে আটক করা হয়।  

বুধবার সকালে জাটকাগুলো চাঁদপুর নৌ থানার সামনে এবং মোহনপুর এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের পাশাপাশি এতিমখানায় বিতরণ করা হয়। 

নৌ পুলিশ জানায়, ভোরে বরিশালের মুলাদী থেকে ঢাকায় যাওয়ার পথে মর্ডান সান লঞ্চ এবং মতলবের মোহনপুর এলাকায় সাতটি অটোরিকশা থেকে এসব জাটকা জব্দ করা হয়। 

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে লঞ্চ থেকে ৫০ মণ এবং সাত অটোরিকশা থেকে ৬২ মণ জাটকা জব্দ করা হয়। 

আটক ৪০ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত ডিআইজি। 

অভিযানে চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।