আগুনে সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।
Published : 24 Jan 2024, 06:18 PM
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি বাজারে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে।
বুধবার ভোরে উপজেলার বড়খাতা বাজারে এ ঘটনা ঘটে বলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনির হোসেন জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ভোরে ওই বাজারে একটি প্লাস্টিকের দোকানে আগুন লেগে মুহূর্তের মধ্যে অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাতীবান্ধাসহ কালীগঞ্জ ও পাটগ্রাম ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মনির হোসেন বলেন, কিন্তু এরই মধ্যে নয়টি দোকানের মালামাল পুরোপুরি ও কয়েকটি দোকানের আংশিক পুড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা এ ফায়ার সার্ভিস কর্মকর্তার।
ওই বাজারের প্লাস্টিকের দোকানদার শাহ পরান বলেন, “দোকানের নগদ ১০ লাখসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঋণ নিয়ে ব্যবসা শুরু করছি এখন সব পুড়ে শেষ হয়ে গেল।”
কাপড় ব্যবসায়ী রঞ্জিত বলেন, “দোকানে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল। সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। সব হারিয়ে আমরা এখন পথে বসে গেলাম।”
এদিকে আগুনে সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।
বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, অগ্নিকাণ্ডে তিনটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।