নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ ব্যক্তির মৃত্যু

বেলা দেড়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2022, 11:03 AM
Updated : 18 August 2022, 11:03 AM

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির প্রাণ গেছে। আহত হয়েছেন আরও একজন।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সিরহাট হাজী তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-নেত্রকোণা জেলার পূর্বধলা এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (৪৫) ও সবুজ (৪২)। তারা বিভিন্ন স্থাপনা বা ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষার কাজ করতেন।

এ ঘটনায় আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ওসি বলেন, “ছমির মুন্সিরহাট এলাকার আয়েশা সিদ্দিকি বালিকা মাদ্রাসার পাঁচতলা ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছিল। সেখানে একটি স্টিলের পাইপের সঙ্গে বিদ্যুতের তার পেঁচানো ছিল।

“সবুজ ও নজরুল অসাবধানতাবশত ওই বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

খবর পেয়ে বেলা দেড়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, মৃতদের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।