“আটক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অস্ত্র গুলি টাকা পাওয়া যায়।”
Published : 21 Aug 2024, 07:46 PM
চুয়াডাঙ্গায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে পিস্তল, গুলি, চাকু ও নগদ টাকা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার একটি বাড়ি্ ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানিয়েছেন।
আটক হাবিবুর রহমান রাজিব শহরের মুক্তিপাড়ার মৃত আব্দুল হান্নারের ছেলে।
পরিদর্শক নাজমুল হোসেন বলেন, “গোপন সংবাদে ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে রাজিবকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় আলমারিতে তল্লাশি করে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন, গুলি, দুটা দেশীয় অন্ত্র ও ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।”
নাজমুল বলেন, “মাদক উদ্ধার অভিযানে গিয়ে পিস্তল, গুলি, চাকু ও নগদ ১১ লাখ টাকাসহ হাবিবুর রহমান রাজিবকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।”
চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অস্ত্র গুলি টাকা পাওয়া যায়।”
এ ঘটনায় আটক ব্যক্তিকে একমাত্র আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।