এসপি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে তাদেরকে ইন্দুরকানী থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
Published : 27 Feb 2025, 09:24 PM
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আওয়ামী লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ আবু নাসের এ তথ্য জানান।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই পলাশ সাহা, এএসআই মোহাম্মদ আলমগীর হোসেন, এএসআই মো. রুহুল আমিন, কনস্টেবল মোহাম্মদ আল মামুন ও কনস্টেবল মো. রেজাউল করিম।
জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, “দায়িত্বে অবহেলার অভিযোগে বুধবার রাতে ইন্দুরকানী থানা থেকে তাদের প্রত্যাহার করে পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।”
তিনি বলেন, “সোমবার বিকেলে বিস্ফোরণ মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। তখন থানা পুলিশ সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে হেলালকে গ্রেপ্তার করে।
“পরে সামাজিক অনুষ্ঠানে হেলালের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতাহাতি হয়।”
এসপি আরও বলেন, “একপর্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে জোর করে হেলালকে ছিনিয়ে নেয়। এতে দায়িত্ব থাকা পুলিশ সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তাদেরকে প্রত্যাহার করা হয়েছে।”
এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
অপরাধের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।