পরিস্থিতি বেগতিক দেখে সবাই তারা দ্রুত মঞ্চ ত্যাগ করেন। এই কারণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়নি।
Published : 10 Feb 2025, 01:59 AM
ক্রিকেটপ্রেমীদের ‘উম্মাদনায়’ বিপিএলে টানা দুই শিরোপা জয়ী ফরচুন বরিশাল দলকে সংবর্ধনা অনুষ্ঠান সংক্ষিপ্তভাবে শেষ করতে হয়েছে। অধিনায়ক তামিম ইকবাল মিনিট পাঁচেক সময় ট্রফি উঁচিয়ে ধরে সংবর্ধনা অনুষ্ঠান অসম্পূর্ণ রেখেই মঞ্চ ত্যাগ করেন।
রোববার দুপুরে নগরীর বেলস পার্ক মাঠে বরিশাল জেলা প্রশাসনের এ আয়োজনে চরম বিশৃঙ্খলায় সাংবাদিকসহ অর্ধশতজন আহত হয়েছে। তবে গুরুতরভাবে কেউ আহত হয়নি।
ক্ষতি হয়েছে সাংবাদিকদের ট্রাইপড ও বিভিন্ন সরঞ্জামের। এছাড়া নারী দর্শকদের হেনস্তার অভিযোগও উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলোয়াড়রা মঞ্চে উঠলেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলা হয়।
অন্তত ২৫/৩০ হাজার ক্রিকেটপ্রেমীদের উম্মাদনায় বিব্রত ও বিরক্ত হয়েছেন টিম ফরচুন। পরিস্থিতি বেগতিক দেখে সবাই তারা দ্রুত মঞ্চ ত্যাগ করেন। এই কারণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়নি।
অসম্পূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে ফরচুন বরিশালের খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহামুদুল্লাদ রিয়াদ, তাওহীদ হৃদয়, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত, ইমরান জুনিয়র, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, রিপন মন্ডল এবং নাইম ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, ডিআইজি মঞ্জুর মোর্শেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শুচিতা শরমিন, সেনানিবাসের জিওসি মোয়াজ্জেম হোসেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী।
সাংবাদিক পারভেজ রাসেল বলেন, তার কর্ডলেস বুম ছিনতাই হয়েছে ও ট্রাইপড ভেঙে গেছে। বেশ কয়েক জন নারী দর্শককে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিনি।
প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় যাওয়া রাসেল বলেন, নিরাপত্তা ছাড়া এমন অনুষ্ঠান এর আগে বরিশালে দেখেননি। তার মতো আরো আহত হয়েছে সাংবাদিক আমিনুর রহমান, কাওসার হোসেন, অমিত হাসান, কাওসার হোসেন রানাসহ ক্রীড়াপ্রেমীরা।
তবে বিশৃঙ্খলার মধ্যেও বিপিএল ট্রফি ও খেলোয়াড়দের দেখতে পেরে খুশি ক্রিকেট প্রেমীরা। আগামীতে বিপিএল খেলা যেন বরিশালের স্টেডিয়ামে হয় সেই দাবি করেছেন ক্রীড়াপ্রেমীরা।
এর আগে দুপুরে ভাড়া করা একটি বিমানে ফরচুন বরিশালের খেলোয়াড়সহ টিম ম্যানেজমেন্ট বরিশাল বিমান বন্দরে অবতরণ করেন।
সেখান থেকে একটি বাসে করে বরিশাল শিল্প নগরীতে (বিসিক) ফরচুনের প্রিমিয়াম সু কোম্পানিতে আসেন। সেখানে খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার। পরে সেখানে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন সবাই।
ফরচুন বরিশাল টিমের মালিক মো. মিজানুর রহমান জানান, দেশি-বিদেশি ২২ জন খেলোয়াড়সহ ৪০ জনের একটি দল বরিশালে আসে।
তবে বিশৃঙ্খলা ও নিরাপত্তা ঘাটতির বিষয়ে জানতে চাইলে ফোন কেটে দেন তিনি।
বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক জানান, দুপুর পৌনে ২টায় ফরচুন বরিশালের খেলোয়াড় কর্মকর্তাদের নিয়ে একটি চাটার্ড বিমান অবতরণ করে। পরে বিকাল পাঁচটা ৫৬ মিনিটে খেলোয়াড় কর্মকর্তাদের নিয়ে চাটার্ড বিমানটি বরিশাল বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ।