স্থানীয়রা পরিত্যক্ত একটি ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
Published : 05 Nov 2024, 05:29 PM
ঢাকার সাভারে চারদিন আগে নিখোঁজ এক ভ্যানচালক গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের দুই বন্ধুকে আটক করা হয়েছে।
সোমবার রাতে তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর উত্তর মেটকা এলাকার এমবিএম ইটভার পাশে পরিত্যক্ত একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার বিকালে সে নিখোঁজ হয় বলে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির এসআই আমির হোসেন জানান।
নিহত ২১ বছর বয়সী দেলোয়ার হোসেন নোয়াখালী জেলার মাইজদী থানার চর কমলা গ্রামের নূর নবীর ছেলে।
তিনি তেঁতুলঝড়া ইউনিয়নের ঝাউচর এলাকার নূর আমিনের মালিকাধীন বাড়িতে ভাড়া থেকে এলাকায় ভ্যান চালাতেন।
আটকরা হলেন-দোলোয়ারের বন্ধু আব্দুর রহমান (২০) ও সাইফুল (১৯)।
এসআই বলেন, “বৃহস্পতিবার দুপুরে দুই বন্ধুর সঙ্গে দেলোয়ারের ঝগড়া হয়। পরে তিনি দুপুরে বাসায় ফেরে এবং বিকালে আবার বাসা থেকে বের হন। এরপর থেকেই দেলোয়ার নিখোঁজ ছিলেন।
“পরে পাঁচদিন পর স্থানীয়রা পরিত্যক্ত একটি ঘরে তার মরদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানায় খবর দেয়।”
নিহতের গলায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন,
“লাশটি পাঁচদিন দিন ধরে ওই ঘরে পড়ে ছিল। মরদেহ পঁচে-গলে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই আমির হোসেন।