শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সমবেত হন শিক্ষার্থীরা।
Published : 06 Jul 2024, 05:44 PM
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে যানজট তৈরি হওয়ায় ওই পথের যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সমবেত হন শিক্ষার্থীরা। দুপুর ১২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন।
এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয়। তারা আবার ক্যাম্পাসে ফিরে যান।
রসায়ন বিভাগের শিক্ষার্থী হেলাল বলেন, “এখন যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে। দেশে সরকারি চাকরি করার আগ্রহ হারাবে। বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। এর বিরুদ্ধেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।”
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক বলেন, “এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এটা কোনো সরকারবিরোধী আন্দোলন না, এই আন্দোলন আমাদের সবার ভবিষ্যৎ নিশ্চিতের আন্দোলন।”
টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল আমিন শরিফ বলেন, “আমরা সড়ক থেকে মহাসড়কে অবস্থান করেছিলাম। শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। পরে শিক্ষার্থীরা ১২টায় মহাসড়কে অবরোধ তুলে নেন।”
টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, “শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেছেন। দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হবে।”