জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়েছে।
Published : 30 Jan 2025, 12:09 AM
খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে নারীসহ দুজনকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে সদর উপজেলার শালবন এলাকায় পাহাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার ইউএনও ও নির্বাহী হাকিম সুজন চন্দ্র রায়।
এ সময় পাহাড় কাটার সঙ্গে মো. জাহাঙ্গীর ও তাসলিমা আক্তার নামে দুজনের সংশ্লিষ্টতা প্রমাণ পান নির্বাহী হাকিম।
পরে দুজনকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুজন রায় বলেন, “সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও পাহাড় কাটার অভিযোগে ওই দুই ব্যক্তিকে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।”
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমদ উপস্থিত ছিলেন।