বৈশাখের শুরু থেকে হাওরে চলছে বোরো ধানকাটার ধুম। বাতাসে পাকা ধানের মনমাতানো গন্ধ আর তার সঙ্গে দুলছে সোনালি শিষ। এই গরমের মধ্যেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক পরিবারের ছেলে-বুড়ো, নারী সবাই ধান কাটা আর মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। শুধু ধান কাটা ও মাড়াই নয়; তাদের খাওয়া-ধাওয়া-নাওয়া সবই চলছে হাওরে। কেউ সময় নষ্ট করতে চাইছেন না। কারণ যে কোনো সময় উজানের ঢল ধেয়ে আসতে পারে। এ বছর ধানের ফলন ও দাম ভালো থাকায় ‘দাওয়ামারির’ রং ছড়িয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে। ফলন ভাল হওয়ায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে নেত্রকোণা ও সুনামগঞ্জের কৃষি বিভাগ।
Published : 24 Apr 2024, 07:51 PM