“তবে ফয়েজ আহমেদ খান বলেছেন, তিনি ডায়বেটিস রোগী, বিমানে তিনি চার বার খাবার চেয়েছিলেন। তখন উত্তেজিত হয়ে কথা বলেছেন।”
Published : 28 Oct 2024, 07:21 PM
বিমানে যাত্রী, ক্রু ও পাইলটের সঙ্গে ‘বাজে আচরণের’ অভিযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ম্যানচেস্টারফেরত এক যাত্রীকে আটক করার পর তাকে স্বজনদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।
সোমবার বিকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, “বিমানে অসদাচরণ করায় এক যাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রী বিমানের কেবিন ক্রুদের ওপর হাত তুলেছেন। আটক যাত্রীকে বিমানবন্দর থানায় হন্তান্তর করা হয়েছে।”
বিমান যাত্রী ফয়েজ আহমেদ খান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।
ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষের ভাষ্য, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইএ-২০৮ নম্বর ফ্লাইটের যাত্রী ফয়েজ আহমেদ খান। যাত্রাপথে বিমানের অন্য যাত্রীদের সঙ্গে ‘বাজে আচরণ’ করেন। বিষয়টি কেবিন ক্রুদের জানালে ফয়েজ আহমেদ ক্রুদের সঙ্গেও ‘খারাপ আচরণ’ করেন। এমনকি বিমানের কেবিন ক্রুদের ‘শারীরিকভাবে লাঞ্ছিতও’ করেন।
বিমানটির পাইলটও তার অসদাচরণের শিকার হন বলে অভিযোগ বিমানবন্দর কর্তৃপক্ষের।
বেলা ১টা ৫মিনিটে বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে ওই যাত্রীকে আটক করা হয়।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, “থানায় নিয়ে আসা ব্রিটিশ নাগরকি ফয়েজ আহমেদ খানকে তার স্বজনের জিম্মায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেওয়া অভিযোগটি জিডি হিসেবে নেওয়া হয়েছে।
“তবে ফয়েজ আহমেদ খান বলেছেন, তিনি ডায়বেটিস রোগী, বিমানে তিনি চার বার খাবার চেয়েছিলেন। তখন তিনি উত্তেজিত হয়ে কথা বলেছেন।”