আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বাসের চালক মোহাম্মদ নুরুদ্দিন।
Published : 29 Dec 2024, 07:52 PM
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের ছয় আরোহীর মৃত্যুর ঘটনায় বাসের মালিক ডাবলু বেপারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রোববার ঢাকার হাকিম আদালতের বিচারক মুজাহিদুল ইসলাম এই আদেশ দেন। একই আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বাসের চালক মোহাম্মদ নুরুদ্দিন।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে তোলার পর চালক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। পরে তিনি জবানবন্দি রেকর্ড করার আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।
গত শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় মাওয়াগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারকে পেছন থেকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয় বেপারী পরিবহনের একটি বাস।
তাতে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি; আঘাত লাগে পাশের একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলেও। এতে ছয়জনের মৃত্যু হয়।
ওই ঘটনায় নিহত আমেনা আক্তারের ভাই মো. নুরুল আমিন (৫২) সড়ক পরিবহন আইনে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।
ওই মামলায় মাদারীপুরের শিবচর থেকে শনিবার রাতে ‘বেপারী পরিবহন’ এর মালিক ডাবলু বেপারীকে গ্রেপ্তার করে পুলিশ। আগের দিন রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চালক নুরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।