চুয়াডাঙ্গায় ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
Published : 31 Jan 2025, 12:01 AM
বিগত সরকারের আমলে শিল্পী আসত ভারত থেকে আর এখন আসে পাকিস্তান থেকে; এসব চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, “বিগত সরকারের আমলে আমরা দেখেছি সংস্কৃতির বড় কোনো আয়োজন মানেই ভারতের শিল্পীদের এনে আয়োজন করা। দেশের শিল্পীদের অবজ্ঞা করা হয়েছে। এই ধারা আমরা বদলাতে চাই।
“দেশের পল্লীগীতি, বাউল সঙ্গীতকে আমরা তুলে ধরব। বড় আয়োজনে দেশের শিল্পীরাই অংশ নেবেন। আগে ভারত থেকে শিল্পী আসত। এখন পাকিস্তান থেকে আসে। এসব চলতে পারে না।”
বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা শহরের সাহিদ গার্ডেনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
দেশের সব নদ-নদী খননের প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, বিগত সরকার খননের নামে হরিলুট করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি করেছিলেন। আমরা নদ-নদী খনন করে বর্ষা মৌসুমের পানি সংরক্ষণ করে রাখতে চাই। যাতে শুষ্ক মৌসুমে পানির ঘাটতি দেখা না দেয়।
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আমরা যদি দেশে ও সমাজে নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে না পারি, তাহলে কোনোভাবেই কোনো সমস্যার সমাধান করতে পারব না। এজন্য জনগণকে নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নির্ভয়ে, শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে।
“মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষের বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমে জনগণের কথা বলা যাবে। জনগণের সমস্যার সমাধান করা যাবে।”
রাষ্ট্র কাঠামো মেরামতে নিজের ৩১ দফার গুরুত্ব নিয়ে নেতাকর্মীদের তিনি বলেন, “৩১ দফা জনগণের জন্য। ৩১ দফা দেশের জন্য। এই ৩১ দফা বাস্তবায়নের জন্য আপনাদের নেতৃত্ব দিতে হবে। রাষ্ট্র মেরামতের কারিগর আপনাদের হতে হবে।
“প্রতিটি পরিবারকে সরকারের সহায়তার আওতায় আনার পরিকল্পনা আছে। নারী উদ্যোক্তাদের নিয়েও ৩১ দফায় পরিকল্পনার কথা বলেছি। অনেক নারী কৃষি উদ্যোক্তা আছেন; দু-পাঁচ বিঘা জমি নিয়ে তাদের উদ্যোগ। কৃষির ন্যায্যমূল্য নিয়েও প্রশ্ন আছে। এসব সমস্যা সমাধানের পরিকল্পনাও আমাদের আছে।”
কর্মশালায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন বক্তব্য দেন।