বাইকে চড়ে আসা দুই যুবক একাধিক গুলি ছুড়ে দ্রুত সটকে যান, বলেন মহানগর পুলিশের উপ কমিশনার।
Published : 08 Feb 2025, 09:47 PM
গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের লক্ষ্য করে ছোড়া গুলিতে এক কর্মী বিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যায় বাইকে চড়ে আসা দুই যুবক ডিসির কার্যালয়ের সামনে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে দ্রুত সটকে যান বলে গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ জানান।
গুলিবিদ্ধ মো. মোবাশ্বের (২৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার কর্মী বলে জানিয়েছেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামিউল আলম নাবিল।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছিলেন।
তখন মোটরসাইকেলে চড়ে আসা দুই যুবক একাধিক গুলি ছুঁড়ে দ্রুত সটকে যান। একটি গুলি মোবাশ্বেরের ডান হাতে এসে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার রাতে গাজীপুর নগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতদের প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১টার দিকে গুরুতর আহত সাতজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভাওয়াল রাজবাড়ী মাঠ ও সড়কে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
অবস্থান কর্মসূচিতে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা চলে গেলেও কিছু আন্দোলনকারী নেতাকর্মী সেখানে ছিলেন। সন্ধ্যায় তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় গুলি ছোড়ার এ ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “ওই যুবকের হাতের পেশিতে গুলির প্লেট বিদ্ধ রয়েছে। প্লেটটি বের করার পর কোন ধরনের অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছে, তা বলা যাবে।”