নিহত যুবকের নামে চারটি মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Published : 09 Apr 2025, 07:42 PM
গাজীপুরের টঙ্গীতে ডেকে নিয়ে মাদক মামলার এক আসামিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম।
নিহত কামরুল হাসান জীবন (২৪) দত্তপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে। তার নামে চারটি মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- দত্তপাড়া আলম মার্কেট এলাকার জামালের দুই ছেলে শামসুদ্দিন (৩২) ও পলাশ (৩০) এবং একই এলাকার নমিরের ছেলে রনি (২২)।
ওসি ফরিদুল ইসলাম বলেন, ভোরে কে বা কারা হাসানকে বাড়ি থেকে ডেকে বের করেন। পরে দত্তপাড়ার হকের মোড় ও কনফিডেন্স স্কুলের মাঝামাঝি এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়।
এ সময় তার ডাক-চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হাসানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি ফরিদুল ইসলাম।