ঘটনার পর থেকে ওই নারীর স্বামী তার প্রথম স্ত্রী ও সন্তানদের নিয়ে পালিয়েছেন বলে জানায় স্থানীয়রা।
Published : 09 Apr 2025, 02:54 PM
যশোরের চৌগাছায় গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মশ্মমপুর ঢেকিপোতা গ্রামে এ ঘটনা ঘটে বলে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান।
নিহত রিক্তা খাতুন (৪০) ওই গ্রামের রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনোয়ার হোসেন বলেন, স্ত্রী ও চার ছেলে রেখে এক বছর আগে রোকনুজ্জামান বিয়ে করেন রিক্তাকে। বিয়ের পর থেকে রিক্তার সঙ্গে রোকন, তার প্রথম স্ত্রী ও সন্তানদের কলহ লেগেই থাকতো।
এর জেরে হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহতের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।
তবে কার আঘাতে রিক্তা খুন হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর রোকনুজ্জামান তার প্রথম স্ত্রী ও সন্তানদের নিয়ে পালিয়েছেন।
লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।