শফী আহমেদের গ্রামের বাড়ি মদন উপজেলার মাখনা গ্রামে। তার মৃত্যুতে মদনেও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
Published : 03 Jun 2024, 10:53 PM
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোরনের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য শফী আহমেদের মৃত্যুতে নেত্রকোণায় রাজনৈতিক অঙ্গণসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমেছে।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
শফী আহমেদের লাশ মঙ্গলবার ঢাকা থেকে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকার বাসায় আনা হবে বলে জানিয়েছেন, নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু।
তিনি জানান, আসরের নামাজের পর নেত্রকোণায় জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।
শফী আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়ে সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
নব্বইয়ের তুখোড় ছাত্রনেতা শফী আহমেদ আর নেই
এছাড়াও শোক জানিয়েছেন, নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রশান্ত রায়, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শামছুজ্জোহা, জেলা প্রেস ক্লাবের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান।
শফী আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোণার মদন উপজেলার মাখনা গ্রামে। তার মৃত্যুতে মদন উপজেলাতেও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।