জমির বিরোধে ২০২০ সালে আসামিরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে কৃষক মনিরের ওপর হামলা চালায়।
Published : 26 Feb 2025, 04:37 PM
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জমির বিরোধে কৃষক হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূরুল আমিন বিপ্লব ১৩ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জালাল উদ্দিন জানান।
দণ্ডিতরা হলেন- ওই উপজেলার ভাটিয়া-মিরপাড়া গ্রামের মজিবুর রহমান (৬৫), তার ছেলে শামীম মিয়া (৪০), মো. আরিফ (৩১) ও আমিনুল (৩৭), ভাতিজা রাশিদ (৫৫), মজিবুরের ভাই হাবিবুর রহমান (৬৩), তার ছেলে মুখলেছ (৩২), কামরুল (২৯) ও রানা (২৫), ফাইজুল (৫০), তার ছেলে মনির (২৯), শাহীন (৪০) এবং হাদিস মিয়া (৫০)।
মামলার নথি থেকে জানা যায়, ওই গ্রামের কৃষক মনির মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তার চাচাতো ভাইসহ অন্যান্য আত্মীয়দের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপক্ষের মধ্য প্রায়ই কলহ-বিবাদের লেগেই থাকত।
এর জেরে ২০২০ সালের ১০ এপ্রিল বিকেলে ১৪ থেকে ১৫ জন দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে মনিরের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত মনিরকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি ঘটলে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল মনিরের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই আইন উদ্দিন ওই দিনে রাতেই ১৪ জনের নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ১৩ জন আসামির বিরুদ্ধে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তৎকালীন করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন।
সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ১৩ আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।