সকালে দুই চাচাতো ভাই-বোন রাফিয়া ও সাফা খেলা করছিল। এক পর্যায়ে তারা দুইজনই নিখোঁজ হয়।
Published : 06 Oct 2024, 03:34 PM
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পীরগঞ্জ থানার ওসি মো. খায়রুল আনাম।
নিহতরা হল- ওই গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া (৫) এবং সুমন ইসলামের ছেলে সাফা (৩)।
পরিবারের বরাতে ওসি খায়রুল বলেন, সকালে দুই চাচাতো ভাই-বোন রাফিয়া ও সাফা খেলা করছিল। এক পর্যায়ে তারা দুইজনই নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করেও পায়নি।
পরে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে স্থানীয়রাসহ পরিবারের লোকজন পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “দুই ভাই-বোন প্রতিদিনই একসঙ্গে খেলাধুলা করত। কিন্তু আজ তাদের মৃত্যু দেখতে হলো। এতে ওই দুই শিশুর পরিবারের সঙ্গে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।”
এ ঘটনায় পীরগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি খায়রুল আনাম।