নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইসমাইল সম্রাট একথা বলেন।
Published : 09 Oct 2024, 11:29 PM
শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট’ সরকারের পতনের মধ্যদিয়ে দেশে মতপ্রকাশের স্বাধীনতা এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইসমাইল সম্রাট।
তিনি বলেন, “১৬ বছরে কী হয়েছে আমরা সেদিকে যাব না। আমরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই। মানুষ ভুল করবে এটা মানুষের স্বভাবগত বিষয়। ভুল করার পর সে যদি শুধরে যায় তাকে আর দোষ দেওয়া যাবে না।”
নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নোয়াখালী প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা তাদের বেতন কাঠামো, ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ পেশাগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি খাল দখল, ভরাট ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে দুই মাস ধরে মানুষ বন্যা ও জলাবদ্ধতা ভুগছেন বলেও জানান।
দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি জামাল হোসেন বিষাদ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয় অর্জনের মধ্যদিয়ে রাষ্ট্রের নানা সংস্কার শুরু হলেও এখনো মফস্বল সাংবাদিকরা বৈষম্যের শিকার হচ্ছেন। ঢাকায় সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবি ওঠলেও মফস্বলের সিংহভাগ সাংবাদিক অষ্টম ওয়েজবোর্ডের বেতন-ভাতা থেকেও বঞ্চিত রয়েছেন।”
সোনাপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ইসমাইল সম্রাট বিষয়টি তথ্য উপদেষ্টার নজরে আনবেন বলে আশ্বাস দেন।
সভায় আরও বক্তব্য দেন সোনাপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবুল বাশার, প্রেসক্লাবের সহসভাপতি শাহ্ এমরান মো. ওসমান সুজন, যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ ও এ আর আজাদ সোহেল, সাবেক ট্রেজারার ও দৈনিক সংগ্রামের নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন, দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক নাসির উদ্দিন বাদল, দৈনিক চলতিধারা সম্পাদক এম বি আলম, দৈনিক নয়া পৃথিবী সস্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান অহিদ উদ্দিন মুকুল, দৈনিক ভোরের কাগজ ও নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল, দৈনিক দেশ বার্তার নোয়াখালী প্রতিনিধি আবদুল মোতালেব, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ স্বাধীন, সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি শাহাদাৎ বাবু।