ওই তরুণকে ধরে নিয়ে যাওয়ার ৬ ঘণ্টা পর বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হয়েছে বলে জানায় বিজিবি।
Published : 24 Jan 2025, 08:19 PM
দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত থেকে বাংলাদেশি এক তরুণকে ধরে নিয়ে যাওয়ার প্রায় ছয় ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।
শুক্রবার বেলা সাড়ে ৩টায় পতাকা বৈঠকে ওই তরুণের বিরুদ্ধে পাচারের কাজে কোনো সম্পৃক্ততা পাওয়া না গেলে বিকাল সাড়ে ৪টায় বিএসএফ তাকে ফেরত দেয় বলে জানান দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম।
এর আগে সকাল ১০টার দিকে উপজেলার এনায়েতপুর সীমান্তের দ্বীপনগর গ্রামে জমিতে কৃষি কাজ করার সময় তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
ফেরত আসা আল আমিন (১৮) উপজেলার ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম বলেন, “বিএসএফের দাবি অবৈধভাবে বাংলাদেশি পাঁচজন নাগরিক সীমান্ত পেরিয়ে ভারত প্রবেশ করেছেন। এ সময় আল আমিন সীমান্ত এলাকায় তাদের জমিতে কাজ করছিলেন। বিএসএফের ধারণা, পাচার কাজে আল আমিন সহযোগিতা করেছেন। ভুল ধারণা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।”
তিনি বলেন, ৯১-বিএসএফের গব্রাবিল বিওপির সদস্যরা আল আমিনকে আটক করে নিয়ে যান। বিকালে পতাকা বৈঠকে আল আমিনের বিরুদ্ধে পাচারকাজে সম্পৃক্ততার কোনো প্রমাণ না পেলে তাকে ফেরত দেয় বিএসএফ।
তবে বাংলাদেশের অভ্যন্তর ঢুকে আল আমিনকে ধরে নিয়ে যাওয়ায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম।