ঘটনার পর থেকে খামারটি দেখাশোনার দায়িত্বে থাকা রাখাল পলাতক রয়েছেন।
Published : 02 Sep 2024, 08:28 PM
ঢাকার সাভারে গরুর খামারের মালিক ও তার শিশু সন্তানের খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার পর থেকে খামারটি দেখাশোনার দায়িত্বে থাকা রাখাল জয় (৩০) পলাতক রয়েছেন।
সোমবার দুপুরে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় রূপালি সৈকত হাউজিংয়ের ভেতরে খামারটির পাশে বাবা-ছেলের অর্ধগলিত ও খণ্ডিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ জানান।
নিহতরা হলেন- মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামের ফুয়াদ ইসলাম (৫৪) ও তার দুই বছর বয়সি শিশু পুত্র আশিক।
তারা আমিনবাজার ইউনিয়নের ওই হাউজিংয়ের ভেতরে একটি ঘরে বসবাস করতেন।
স্থানীয় কয়েকজন জানান, ফুয়াদ ইসলাম রূপালি সৈকত হাউজিং কোম্পানির ভেতরে একটি জায়গা ভাড়া নিয়ে রাখালের মাধ্যমে চারটি গরু ও তিনটি বাছুর পালন করতেন। তার প্রথম স্ত্রী গ্রামে থাকেন। এখানে দ্বিতীয় বার বিয়ে করেন ফুয়াদ।
একটি ছেলে সন্তান হলেও ৩-৪ মাসের মাথায় দ্বিতীয় স্ত্রী ফুয়াদকে ছেড়ে চলে যান।
স্থানীয়রা জানান, তখন থেকে ফুয়াদ তার শিশু সন্তানকে দেখাশোনার পাশাপাশি গরুর খামার করে জীবিকা নির্বাহ করতেন।
খামার দেখাশোনার দায়িত্বে থাকা জয় গরুগুলো লুট করার উদ্দেশ্যে ফুয়াদ ও তার শিশুপুত্রকে হত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, “হত্যার পর লাশ দুটি খামারের ভেতরে বালুচাপা দেওয়া ছিল। কিন্তু শিয়াল-কুকুর বালু খুঁড়ে সেগুলো বের করলে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।”
পরে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে পিতা-পুত্রের অর্ধগলিত ও খণ্ডিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ধারণা করছে, ৪-৫ দিন আগে তাদের হত্যা করা হয়েছে।
‘পলাতক’ জয়কে আটকের চেষ্টা চলছে জানিয়ে পরিদর্শক বলেন, “তাকে আটক করতে পারলে ঘটনার রহস্য জানা যাবে।”