ঘটনার সময় ওই বৃদ্ধা বাসায় একা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
Published : 05 Nov 2024, 07:39 PM
পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলায় দিন দুপুরে বাসায় ঢুকে এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার পর টাকা-স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক মো. এনামুল হক মিলনের বাসায় এ ঘটনা ঘটে বলে জানান স্বরুপকাঠী থানার ওসি মো. বনি আমীন।
নিহত শেফালি বেগম (৭২) স্বরুপকাঠী কলেজিয়েট অ্যাকাডেমি স্কুলের শিক্ষক এনামুল হক মিলনের মা।
শেফালির পুত্রবধূ রুবিনা রহমান শ্রাবনী বলেন, “ঘটনার সময় আমরা স্কুলে ছিলাম। আমার ছেলে তাহজিদ (১০) মাদ্রাসায় ছিল। সে দুপুরে বাড়িতে গিয়ে ঘরে ঢুকে তার দাদিকে অচেতন দেখে ডাকাডাকি করে।
“পরে ছেলে স্কুলে গিয়ে জানালে বাসায় এসে দেখি, শাশুড়ির গলা, হাত, পা ও মুখ বাঁধা। এ ছাড়া বাসার সবকিছু তছনছ দেখে ঘরে গিয়ে দেখি আলমারি ভাঙা। বেশ কিছু টাকাসহ সাত থেকে আট ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে।”
পরে প্রতিবেশীদের সহায়তায় শেফালিকে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রুহুল আমীন অসিম জানান, এনামুল হক এবং তার স্ত্রী আলাদা স্কুলে চাকরি করেন। ঘটনার সময় তারা স্কুলে ছিলেন।
দুপুরে কে বা কারা বাসায় ঢুকে এনামুলের মায়ের হাত, মুখ ও গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ওসি বনি আমীন জানান, এটা ডাকাতি না অন্য কিছু, তা এখনি বলা যাচ্ছে না। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।