‘ধনকা বিল’ থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে বলে জানান ঈদগাঁও থানার ওসি।
Published : 25 Mar 2025, 05:52 PM
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় শাক তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বাহার ছড়ার ‘ধনকা বিল’ থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে বলে জানান ঈদগাঁও থানার ওসি মো. মছিউর রহমান।
নিহতরা হলেন- ওই এলাকার মনজুর আলমের মেয়ে মরিয়ম (৯), ইউসুফ নবীর মেয়ে রিয়া মনি (৯) এবং জাফর আলমের মেয়ে তসলিমা (৮)।
নিহত মরিয়মের বাবা মনজুর আলম জানান, সোমবার দুপুরে বিলে শাক তুলতে যায় শিশুরা। এরপর থেকে তাদের খোঁজ পায়নি পরিবার।
“গ্রামের একটি ছেলের কাছে খবর পেয়ে বিষয়টি সন্দেহজনক লাগলে জাল নিয়ে বিলে ছুটে যাই। পরে বিলের পানিতে জাল ফেলে প্রথমবারেই মেয়ের মরদেহ উদ্ধার করি।”
স্থানীয়দের সহায়তায় পরে আরও দুই নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করার কথা জানান মঞ্জুর আলম।
নিহত রিয়া মনির বাবা ইউসুফ নবী জানান, কয়েক মাস আগে বিল থেকে প্রচুর পরিমাণে মাটি কাটা হয়েছে। মাটি লুট করার ফলে জমিতে গভীর গর্তের তৈরি হয়েছে।
তিনি বলেন, “ধান চাষ করতে ফসলি জমিতে পানি ঢুকালে গর্তগুলো পানিতে ভরে যায়। এতে বুঝার উপায় নেই কোনটা গর্ত আর কোনটা সমতল। আর এখানে শিশুরা শাক তুলতে গিয়ে গর্তের পানিতে পড়েই মারা গেছে।”