মিলটিতে পাটের সুতা তৈরি করা হয় বলে জানান শ্রমিকরা।
Published : 15 Apr 2025, 06:12 PM
ফরিদপুর সদর উপজেলায় একটি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে ‘ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেড’ মিলে এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
শ্রমিকরা জানান, মিলের ভেতর কাজ করার সময় হঠাৎ আগুন দেখতে পান তারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শ্রমিকরা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও মধুখালী থেকে একটি ইউনিটের সদস্যরা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। মিলটিতে দীর্ঘদিন ধরে পাটের সুতা তৈরি করা হয়।
আগুনে বিপুল সুতা পুড়ে গেছে; তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান তিনি।