কুমিল্লায় রেললাইনে শুয়ে প্রাণ দিলেন স্কুল শিক্ষিকা

দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে এই শিক্ষিকার ছেলের ভাষ্য।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2023, 01:06 PM
Updated : 19 May 2023, 01:06 PM

কুমিল্লার লাকসাম উপজেলায় রেললাইনে শুয়ে প্রাণ দিলেন এক স্কুল শিক্ষিকা।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় পৌর ভবনের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান।

নিহত ৪০ বছর বয়সি রওশন বিনতে শফি মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে। তিনি লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তিনি ছেলে-মেয়েকে নিয়ে পৌর শহরের উত্তর লাকসাম এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জসিম জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী ‘উপকূল এক্সপ্রেস’ লাকসাম পৌর ভবন অতিক্রমের সময় রওশন ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই শিক্ষিকার ছেলে শফি আহমেদ বলেন, “চার মাস আগে মায়ের সঙ্গে দ্বিতীয় স্বামী মনোহরগঞ্জ উপজেলার খিলা এলাকার মোতালেব হোসেনের বিচ্ছেদ হয়েছে। এরপর থেকেই তিনি ডিপ্রেশনে ভুগছিলেন।

“শুক্রবার সকালে হঠাৎ মায়ের মৃত্যুর খবর পাই। সে সময় আমি বাসায় ছিলাম।”

ওই এলাকার গেটম্যান মাহফুজুর রহমান বলেন, “ট্রেন আসার সময় গেট নামানোর পর দূরে দেখতে পাই, পৌর ভবনের সামনে এক নারী লাইনের উপর শুয়ে পড়েছেন।”

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান লাকসাম রেলওয়ে থানার এসআই আমিরুল ইসলাম।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি জসিম উদ্দিন জানান।