ইজতেমা: শেষ পর্বে আরও এক মৃত্যু

বার্ধক্যজনিত অসুখে ভুগে তার মৃত্যু হয়।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2023, 03:56 AM
Updated : 22 Jan 2023, 03:56 AM

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, ইজতেমায় যোগ দিতে আসা আবু তাহের নামের আরও একজন বার্ধক্যজনিত অসুখে ভুগে শনিবার রাতে মারা গেছেন।

৬৫ বছর বয়সী আবু তাহেরের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবার নাম সৈয়দ আলী।

ইজতেমার দ্বিতীয় পর্বে এ নিয়ে মোট মৃত্যু ছয়জনে দাঁড়ালো।

এর আগে শুক্রবার রাতে ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫) ও রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান (৪৮) মারা যান।

Also Read: ইজতেমার দ্বিতীয় পর্বে এক বৃদ্ধের মৃত্যু

একইদিন সন্ধ্যায় মারা যান গাইবান্ধার শুকুর মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল (৫৫) ও ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪)।

বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে বরগুনার মফিজুল ইসলামের (৭৫) মৃত্যু হয় বার্ধক্যজনিত অসুখে।