Published : 15 Jul 2023, 02:51 PM
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যুর পর আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।
শনিবার সকালে উপজেলার সমশেরনগর বড়চেগ এলাকায় সমশেরনগর-শ্রীমঙ্গল সড়কে এ ঘটনা ঘটে বলে জানান কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী।
নিহত ব্যবসায়ীর নাম সালামত মিয়া (৪০)। তিনি বড়চেগ গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে।
ওসি জানান, শনিবার সকাল ১০ টার দিকে সালামত মিয়া ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং মুখ ও কান দিয়ে রক্ত ক্ষরণ শুরু হয়।
দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী দুর্ঘটনাস্থলে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করেন। পরে কমলগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।