“প্রয়োজনে ৩০০ আসনেই প্রার্থী দেবে তরীকত ফেডারেশন।”
Published : 20 Feb 2024, 08:36 AM
সরকার জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ রাখতে চাইলে তরীকত ফেডারেশন আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির এক শীর্ষ নেতা।
শনিবার কুমিল্লার লাকসামে চাঁদপুরী শাহ্ দরবার শরীফে ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলনে’ তিনি এ কথা বলেন ১৪ দলের শরিক দলটির ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।
তৈয়বুল বশর সরকারকে উদ্দেশ্য করে বলেন, “জামায়াতের সঙ্গে লিয়াজোঁ করলে তরীকত ফেডারেশন জোটে থাকবে না। প্রয়োজনে ৩০০ আসনেই প্রার্থী দেবে।”
সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, “সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্বৃত্তায়ন, দখলদারিত্ব বন্ধ করতে হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
সম্মেলন উদ্বোধন করে স্বাগত বক্তব্য দেন তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।
এতে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত থেকে আসা আন্তর্জাতিক ইসলামিক চ্যারিটি অর্গানাইজেশনের চেয়ারম্যান বু আবদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য আতাউর রহমান মিয়াজী।
বিহারের পাটনা ওরিয়েন্টাল কলেজের আরবি বিভাগের অধ্যাপক সৈয়দ মুহাম্মদ শামীম উদ্দিন আহমেদ মুনঈমী, আজমীর শরীফের খাদেম ও মোতয়ালী সৈয়দ ওয়াহিদ হোসাইন চিশতী, ভারতের কেরালার আন্তর্জাতিক সুফি বক্তা আল হাফিজ আবু বকর নিজামীও সম্মেলনে বক্তব্য দেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]