নদীতে ভাসছিল প্রাণিসম্পদ দপ্তরের সাবেক ‘হেড ক্লার্কের’ লাশ

নিহতের পরিবার জানায়, বিকালে বৃষ্টির পর তিনি বাড়ি থেকে বেরিয়ে পাশের বাজারে গিয়েছিলেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2023, 06:15 PM
Updated : 23 March 2023, 06:15 PM

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নদী থেকে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সাবেক হেড ক্লার্কের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বিষখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

নিহত শাখাওয়াত হোসেন ওরফে শুক্কুর খান (৭৫) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওয়কাঠি গ্রামের বাসিন্দা। তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের হেড ক্লার্ক ছিলেন।

ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষখালী নদীর নাইয়াপাড়া এলাকা থেকে শুক্কুর খানের লাশ উদ্ধার করা হয়েছে।”

নিহতের পরিবারের বরাতে ওই ইউপি সদস্য আরও বলেন, “বৃহস্পতিবার বিকালে বৃষ্টির পর তিনি ঘর থেকে বেরিয়ে পাশের মীরেরহাটে যান। এরপর কী হয়েছে, কেউ বলতে পারেনি। পরে তাকে ওই নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে।”

বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবুও লাশের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।”