তবে কটেজ বন্ধ থাকবে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
Published : 14 Jun 2024, 10:12 PM
১০ দিন বন্ধ থাকার পর সাবেক আইজিপি বেনজীর আহমেদের গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
শনিবার সকাল ৮টা থেকে সর্বসাধারনের জন্য পার্কটি খুলে দেওয়া হবে। এতে দর্শনার্থীরা আগের মতো ১০০ টাকা গেইট ফি দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করে ঘুরতে পারবেন। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের বিভিন্ন রাইডও খুলে দেওয়া হবে। তবে কটেজ বন্ধ থাকবে।
আর পার্কের আয়ের সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানান পার্কটির পর্যবেক্ষণ ও তদারকি কমিটির সদস্যসচিব ও দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান।
গত ৩১ মার্চ 'বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ' ও ৩ এপ্রিল 'বনের জমিতে বেনজীরের রিসোর্ট' শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ। সেখানে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে।
প্রতিবেদনে বেনজীরের অন্য অনেক অবৈধ সম্পদের মধ্যে গোপালগঞ্জে প্রায় ১৪০০ বিঘা জমিতে এই ইকো রিসোর্টটির কথাও বলা হয়েছে।
সাবেক পুলিশপ্রধানের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে আলোচনার মধ্যে ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্ক বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এরপর থেকে পার্কটি বন্ধ ছিল। ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটির নিয়ন্ত্রণ নেয় গোপালগঞ্জ জেলা প্রশাসন।
অন্যদিকে বৃহস্পতিবার সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য কমিটি গঠন করা হয়েছে বলে দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (মানি লন্ডারিং) মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের আওতাধীন সব সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও রিসিভারদের পার্কের সামগ্রিক কার্যক্রমসহ যাবতীয় বিষয়াদি যথাযথভাবে পর্যবেক্ষণ ও তদারকির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ১৮ গ (৩) বিধি অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমকে আহ্বায়ক ও দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমানকে সদস্যসচিব করে ছয় সদস্যের এ কমিটি করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি ।
আরও পড়ুন:
বেনজীরের রিসোর্টে এবার কম্পিউটার চুরি, মামলা
নিয়ন্ত্রণে নেওয়ার পর বেনজীরের রিসোর্টে ক্রোক বিজ্ঞপ্তি
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক
নিজের ও পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে যা বললেন বেনজীর আহমেদ
বেনজীরের সম্পদ জব্দের উদ্যোগ রোববার শুরু হতে পারে:দুদক আইনজীবী
বেনজীরের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের
বেনজীরের রিসোর্টের নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন