মামলার বাদী সিসিটিভি ফুটেজ থানায় জমা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
Published : 13 Jun 2024, 11:30 PM
গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ‘সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে’ এবার কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) হারুন-অর-রশিদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রিসোর্টের ম্যানেজার (এইচআর) মো. সারোয়ার হোসেন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে এ মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি হিসেবে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের বড়খোলা গ্রামের সজিব মজুমদার (৩৩), সুব্রত দাস (২৩), অনিমেষ সেন (৩০), গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের বিপ্লব বল (৪০) ও সঞ্জয় বলের (২৩) নাম উল্লেখ করা হয়েছে।
মামলার বরাত দিয়ে পরিদর্শক হারুন বলেন, বুধবার রাতে আসামিরা পরস্পর যোগসাজসে রিসোর্টের ম্যানেজারের কক্ষ থেকে কম্পিউটারের তিনটি সিপিইউ ও একটি মনিটর চুরি করে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে নিজের কার্যালয়ে এসে বিষয়টি দেখে পার্কের সিসি ক্যামেরার ফুটেজে যাচাই করে আসামিদের সনাক্ত করেন রিসোর্টের ম্যানেজার মো. সারোয়ার হোসেন।
হারুন-অর-রশিদ আরও বলেন, মামলাটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মামলার বাদী সিসিটিভি ফুটেজ থানায় জমা দিয়েছেন বলেও জানান ওই কর্মকর্তা ।
এ ব্যাপারে মামলার আসামি সঞ্জয় বল অভিযোগ করে বলেন, “আমার এবং আমার চাচা বিপ্লব বলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
“আমরা সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেওয়ায় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”
মামলার বাদী মো. সারোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ দেখে সজীব, সুব্রত ও অনিমেষ নামের তিনজনকে ধারণা করা হচ্ছে। বিপ্লব বল ও সঞ্জয় বলকে সিসিটিভি ক্যামেরায় দেখা না গেলেও তাদের বাড়ি যেহেতু রিসোর্টের পাশে সেই হিসাবে তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে আমার ধারণা হয়েছে। সেজন্য তাদের আসামি করা হয়েছে।
আরও পড়ুন
নিয়ন্ত্রণে নেওয়ার পর বেনজীরের রিসোর্টে ক্রোক বিজ্ঞপ্তি
বেনজীরের রিসোর্ট: প্রায় ৬০০ কেজি মাছ চুরির চেষ্টায় মামলা
বেনজীরের রিসোর্টের নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন
গোপালগঞ্জে বেনজীরের রিসোর্ট ‘আপাতত’ বন্ধ
বেনজীরের রিসোর্টের সামনে গ্রামবাসীকে লাঠিপেটার অভিযোগ
বেনজীরের সম্পদ জব্দের উদ্যোগ রোববার শুরু হতে পারে:দুদক আইনজীবী
বেনজীরের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক
নিজের ও পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে যা বললেন বেনজীর আহমেদ