নোয়াখালীর মাইজদীতে এক সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এসব কথা বলেন।
Published : 16 Sep 2024, 01:27 AM
বিগত সরকারের রেখে যাওয়া ফ্যাসিবাদী কাঠামো এখনও পরিবর্তন করা যায়নি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধীন ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের।
তিনি বলেছেন, “যে স্বপ্ন নিয়ে এদেশের ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বিদায় হলেও, তার রেখে যাওয়া ফ্যাসিবাদের কাঠামো এখনো পরিবর্তন করা যায়নি। যার কারণে আজো শহীদদের স্বপ্নের বাস্তবায়ন হয়নি।”
রোববার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহর মাইজদীর চিকিৎসা সহকারী প্রশিক্ষণ স্কুল (ম্যাটস) মিলনায়তনে ‘গণঅভ্যুঙ্খানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পরাজিত শক্তি এখনো সক্রিয় মন্তব্য করে আবদুল কাদের বলেন, “দেশ থেকে অন্যায়, অবিচার, অনিয়মকে দূর করার যে সুযোগ আমরা পেয়েছি, নিজেদের ব্যক্তিগত ও সাংগঠনিক স্বার্থে সেই সুযোগ হাতছাড়া হয়ে গেলে শত শহীদের কাছে জবাব দেওয়ার কিছুই থাকবে না।”
তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, “আপনারা মন্দির, মসজিদ, গির্জা পাহারা দিয়েছেন। সংখ্যালঘু ভাইয়ের বাড়িঘর হামলা থেকে রক্ষা করেছেন। কোনো অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেটা আপনারা রুখে দিয়েছেন। আপনারা দেশ রক্ষায় এগিয়ে এসেছেন। আমাদের উপর মানুষের যে আস্থা, যে বিশ্বাস ও ভরসার জায়গা আমরা যেন তা ধরে রাখতে পারি।”
আবদুল কাদের বলেন, “আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যেখানে মানুষের বাকস্বাধীনতা থাকবে। স্বচ্ছতা-জবাবদিহিতা থাকবে। শুধুমাত্র উন্নয়নের আজগুবি গল্প বলবে না আর। মানুষ শান্তিমত চারটা খেয়ে যাতে বাঁচতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারির যে সংস্কৃতি সেটা থাকবে না। শিক্ষাপ্রতিষ্ঠান হবে ছাত্র সংসদ কেন্দ্রিক। সেখানে লেজুড়বিত্তিক ছাত্র রাজনীতি চলবে না।”