প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে নগদ সাড়ে ৭ হাজার টাকা, ৩০ কেজি চাল, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে।
Published : 26 Feb 2025, 03:54 PM
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আগুনে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা ও লুসাইয়ের ৩৫টি পরিবারকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
বুধবার সকালে সাজেক ভ্যালির শিব মন্দির প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাঙামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও তদন্ত কমিটির আহ্বয়ক মো. মোবারক হোসেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সদস্য সচিব শিরীন আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তা হিসেবে প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে নগদ সাড়ে ৭ হাজার টাকা, ৩০ কেজি চাল, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত রিসোর্ট-কটেজ মালিকদেরও নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত ৩৫টি ত্রিপুরা ও লুসাই পরিবারগুলোকে আপাতত আর্থিকসহ নানা সহায়তা করা হচ্ছে। পরবর্তীতে পুনর্বাসনে সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্ত কেউ বাদ পড়লে তাদেরকেও সহায়তা করা হবে।
অগ্নিকাণ্ড: সাজেকে খোলা আকাশের নিচে ত্রিপুরা-লুসাইরা
গত সোমবার দুপুরে সাজেকে ভয়াবহ আগুনে কটেজ-রিসোর্ট, স্থানীয়দের বসতবাড়িসহ ৯৮টি স্থাপনা ভম্মিভূত হয়ে যায়। এর মধ্যে ৩৫টি বসতঘর স্থানীয় লুসাই ও ত্রিপুরাদের।
গত দুদিন আগুনে বসতঘর হারিয়ে লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর প্রায় ২ শতাধিক মানুষ কেউ কেউ গির্জা ও মন্দিরে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ খোলা আকাশে রাত কাটাচ্ছে।