ভোরে দুই যুবক একজনের বাড়িতে প্রবেশ করলে গরু চোর সন্দেহে রিয়াদকে আটক করে এলাকাবাসী।
Published : 19 Mar 2025, 02:59 PM
নোয়াখালী সদর উপজেলায় গরু চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
বুধবার ভোররাতে উপজেলার আণ্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানান সুধারাম থানার ওসি কামরুল ইসলাম।
আহত রিয়াদ হোসেন (২৬) ওই ইউনিয়নের পশ্চিম মাইজচর গ্রামের মো. সেলিমের ছেলে। তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দুই যুবক ইসমাইলের বাড়িতে গরু চুরি করতে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা রিয়াদকে ধরে ফেলে। তবে তার অপর সহযোগী পালিয়ে যায়।
পরে রিয়াদকে পিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়। পুলিশ পাহারায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি কামরুল ইসলাম।