তিনি বলেন, এখন সময় এসেছে দেশের জন্য ধানের শীষকে বিজয়ী করার।
Published : 08 Sep 2024, 11:18 PM
গত ১৫ বছর ধরে ভারতের সহায়তায় আওয়ামী লীগ এ দেশে অত্যাচার ও গুম-খুন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
তিনি বলেছেন, “শেখ হাসিনা এ দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিলেন।”
রোববার বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় চান্দলা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
সেলিমা রহমান বলেন, “গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেননি।একেকজন নেতাকর্মীর নামে শত শত মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগকে সমর্থনে দিতে ভারত ডুম্বুর বাঁধ ছেড়ে দিয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ অনেক জেলাকে ভাসিয়ে দিয়েছে। বন্যার পানিতে ডুবে কষ্ট পেয়েছে আমাদের দেশের মানুষ।
“স্বৈরাচার আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এ দেশের ছাত্র-জনতা। আর নেপথ্য ভূমিকা রেখেছেন বিএনপির নেতাকর্মীরা। এখন সময় এসেছে, দেশের জন্য ধানের শীষকে বিজয়ী করার।”
ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সাত্তার লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির স্বনির্ভর সম্পাদক শিরিন সুলতানা, সদস্য বিলকিস আক্তার, সাবেরা আলাউদ্দিন।
সভা শেষে সেলিমা রহমানসহ বিএনপি নেতারা বন্যার্ত মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা দেন।
এ সময় বানভাসি মানুষদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন তারা।