“তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের দুজন আশি শতাংশের বেশি দগ্ধ। সবার শ্বাসনালীও পুড়ে গেছে।”
Published : 23 Feb 2025, 01:45 PM
ঢাকার আশুলিয়ায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণের পর আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় বলে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন।
দগ্ধরা হলেন- জাহাঙ্গীর (৩২), তার স্ত্রী বিউটি (২৮) এবং তাদের সন্তান তোয়া (৫)। জাহাঙ্গীরের শরীরের ৯১ শতাংশ, তোয়ার ৮০ শতাংশ এবং বিউটির শরীরের ৩৩ শতাংশ পুড়ে গেছে।
স্বজনদের বরাত দিয়ে ডা. শাওন বলেন, আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি বাড়িতে ওই পরিবার থাকত। ভোর সাড়ে ৬টার দিকে রান্না করতে গিয়ে চুলা জ্বালানোর সময় ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়। তাতে ঘরের তিনজন দগ্ধ হয়।
“তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের দুজন আশি শতাংশের বেশি দগ্ধ। সবার শ্বাসনালীও পুড়ে গেছে। এ কারণে সবার অবস্থাই সঙ্কটাপন্ন।”
আশুলিয়ার কাঠগড়ার চালা বাজারের সোহাগ মণ্ডলের বাড়ির দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন জাহাঙ্গীর।
তাদের প্রতিবেশী হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে রান্না করার জন্য গ্যাসের চুলা জ্বালিয়েছিল। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তবে সিলিন্ডার বিস্ফোরিত হয়নি। ঘরের জানালা লাগানো ছিল, সেটা বাঁকা হয়ে গেছে। ঘরের জিনিসপত্র পুড়ে গেছে।”