মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতের ইনানি এলাকায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
Published : 28 Feb 2025, 09:38 PM
কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্যকে বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘মেরিন ড্রাইভ রেইস’।
‘রাইড ফর গ্লোরি’ এই বার্তাকে ধারণ করে এই বাইসাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৪০০ জন দেশি-বিদেশি সাইক্লিস্ট।
শুক্রবার ভোর ৬টায় মেরিন ড্রাইভের দরিয়ানগর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসন।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের বিচারকরা এ প্রতিযোগিতা আয়োজনে সহায়তা করেন।
প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া দেশি-বিদেশি সাইক্লিস্টদের মধ্যে ছিলে ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষ।
একপাশে সাগর আর অন্যপাশে পাহাড়ের সঙ্গে মিতালী করা সুদীর্ঘ পিচঢালা ‘মেরিন ড্রাইভে’ সাইকেল চালিয়ে উচ্ছ্বাস ব্যক্ত করেন তারা।
প্রতিযোগিতা শেষে বেলা সাড়ে ১১টায় মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকতের ইনানি এলাকায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।”
দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতা আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান সেনাপ্রধান।
প্রতিযোগিতায় ‘প্রফেশনাল ১১০ কিলোমিটার’ গ্রুপে প্রতিযোগীরা দরিয়ানগর থেকে টেকনাফের জিরো পয়েন্ট ঘুরে ইনানি বিচে এসে তাদের রেস শেষ করেন।
এই বিভাগে নারী ও পুরুষদের মধ্যে সেরা হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে কর্পোরাল শিল্পী খাতুন ও মিজানুর রহমান।
শিল্পী খাতুন বলেন, “মেরিন ড্রাইভে এমন আয়োজনে অংশ নিয়ে প্রথম হতে পেরে ভালো লাগছে। এ ধরনের আয়োজন ঢাকাসহ আরও বিভিন্ন জায়গায় হলে ভালো হয়। এতে করে খেলোয়াড় বেরিয়ে আসবে।”
মিজানুর রহমান বলেন, “মেরিন ড্রাইভ অনেক সুন্দর। তবে সড়কে উঁচা-নিচু আছে, ভাঙাচোরা আছে, এতে কিছুটা সমস্যা হয়েছে। তাই আয়োজনের ক্ষেত্রে বিষয়টা একটু নজরে রাখলে ভালো হতো।”
‘অ্যামেচার ৫৫ কিলোমিটার’ গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে ব্রাজিলের নাগরিক লরা তুররিনি ও সৈয়দ মুবিন।
তারাও এমন দারুণ রাস্তায় সাইকেল রেইস করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।