কুমিল্লায় ‘বকশিশের টাকা ভাগাভাগি’ নিয়ে খুন: সহকর্মী গ্রেপ্তার

র‌্যাব জানায়, ডিউটির সময় বিভিন্ন চালকের কাছ থেকে পাওয়া বকশিশের ১০০ টাকার ভাগ না দেওয়ায় সহকর্মীকে খুন করেন রাব্বি।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 04:50 PM
Updated : 12 May 2023, 04:50 PM

কুমিল্লা সদর দক্ষিণে ‘বকশিশের টাকা ভাগাভাগির’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তার সহকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ কথা জানান।

গ্রেপ্তার ২২ বছর বয়সি রাব্বি হোসেন কৃষ্ণপুর এলাকার মো. শাহজাহানের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে র‌্যাব।

নিহত কাজী মারুফ হোসেন (১৯) বিজয়পুর ইউনিয়নের হাড়াতলী ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজুল ইসলাম ছেলে।

জিজ্ঞাসাবাদে রাব্বির কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে মেজর সাকিব জানান, তিন মাস আগে মারুফ ও রাব্বি উপজেলার বেলতলী বাজার সংলগ্ন এসকে ফিলিং স্টেশনে নজেলম্যান হিসেবে চাকরিতে যোগদান করেন। শিফট অনুযায়ী ৯ মে রাত ৮টা থেকে ১০ মে সকাল ৭টা ৫৫ মিনিট পর্যন্ত ডিউটি করেন মারুফ।

“ডিউটি শেষে সহকর্মী রাব্বিকে দায়িত্ব বুঝিয়ে দেন তিনি। ডিউটির সময় বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে পাওয়া বকশিশের ১০০ টাকার ভাগ দাবি করেন রাব্বি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে রাব্বী অফিসকক্ষ থেকে একটি ধারালো ছুরি এনে মারুফের বুকে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা মারুফকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

তিনি আরও জানান, ঘটনার পর থেকে রাব্বীকে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাব্বীকে গ্রেপ্তার করে র‌্যাব।

হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার নিহতের মা বাদী হয়ে রাব্বীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা করেছেন।

আরও খবর:

Also Read: কুমিল্লায় ‘১০০ টাকার ভাগাভাগি’, তরুণকে ছুরিকাঘাতে হত্যা