কুমিল্লায় ‘১০০ টাকার ভাগাভাগি’, তরুণকে ছুরিকাঘাতে হত্যা

এসকে ফিলিং স্টেশনের দুই কর্মচারীর মধ্যে ১০০ টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়; এক পর্যায়ে একজন আরেকজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2023, 06:00 PM
Updated : 10 May 2023, 06:00 PM

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ১০০ টাকার ভাগাভাগির দ্বন্দ্বে এক তরুণ ছুরিকাঘাতে খুন হয়েছেন। 

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বেলতলী বাজার সংলগ্ন এসকে ফিলিং স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত কাজী মারুফ হোসেন (১৯) উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজুল ইসলাম ছেলে। মারুফ এসকে ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। 

সন্দেহভাজন ছুরিকাঘাতকারী রাব্বি হোসেনও ওই ফিলিং স্টেশনের কর্মচারী। রাব্বি ঘোষগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

এ ঘটনার পর খুনির বিচার দাবিতে বুধবার বিকালে স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বেলতলী এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে। 

এতে আধা ঘণ্টার বেশি সময় মহাসড়কের উভয়মুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে মানুষ দুর্ভোগে পড়েন। 

স্থানীয়রা জানায়, নিহত কাজী মারুফ হোসেন ও অভিযোগের মুখে থাকা রাব্বি হোসেন এসকে ফিলিং স্টেশনের কর্মচারী। বুধবার সকালে ১০০ টাকা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাব্বি ক্ষিপ্ত হয়ে মারুফের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মারুফকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, এ ঘটনার পর বিকালে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে পুলিশের কর্মকর্তারা এসে খুনিকে আইনের আওতায় আনার আশ্বাস দেন। এরপর স্থানীয়রা অবরোধ তুলে নেন।  

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, ওই তরুণকে ছুরিকাঘাতে হত্যার পরপরই রাব্বি পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।