রাফি পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
Published : 20 Apr 2024, 08:15 PM
পটুয়াখালীতে লোহালিয়া নদীতে গোসল করতে নেমে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে শহরের লোহালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের লিডার মুজিবুর রহমান জানান।
নিহত মো. রাফি (১৩) শহরের কাটপট্টি এলাকার কবির গাজীর ছেলে। তিনি পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্টেশনের লিডার মুজিবুর সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিছুক্ষণ পর নিখোঁজ রাফিকে উদ্ধার করা হয়।
পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান স্টেশন লিডার।