ভারতে জি টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক হাত নিলেন সাবেক মন্ত্রী শাজাহান খান।
ক্ষমতাসীন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেছেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যেই কোনো সৌজন্যবোধ নেই। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী করে সৌজন্যবোধ শিখবেন?
শনিবার জি টোয়েন্টি সম্মেলন স্থলে বাইডেনের তোলা এই সেলফি নিয়ে তুমুল আলোচনা চলছে দেশের রাজনীতিতে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ছবির কথা উল্লেখ রেখে প্রশ্ন তুলেছেন, বিএনপির এখন কী হবে? জবাবে সেই ছবি বাঁধিয়ে গলায় ঝুলিয়ে রাখতে ওবায়দুল কাদেরকে পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল।
রোববার রাতে মাদারীপুর শহরের কাজীর মোড় এলাকায় একটি শো-রুম উদ্বোধন করে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে এ মন্তব্য করেছেন।”
“বিএনপির আচরণ এমনই। তাদের মধ্যে সৌজন্যবোধ নেই। এর আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বাংলাদেশে আসলে বিএনপি তার সঙ্গে প্রোগ্রাম দিয়েও দেখা করেননি।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]