আহতদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত, বলছে বিজিবি।
Published : 20 Mar 2025, 02:02 PM
সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মরকিটিলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট ব্যাটালিয়নের-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান।
গুলিবিদ্ধ দুজন হলেন- গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (২২) ও তার আপন চাচা আক্তার হোসেন।
তারা দুজন ভারতীয় চিনি চোরাকারবারীর সঙ্গে জড়িত বলে স্থানীয়দের ভাষ্য।
স্থানীয় বাসিন্দা শামিম মিয়া সাংবাদিকদের বলেন, সীমান্তে চিনি আনতে গিয়ে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। তারা গোপনে সিলেট শহরে চিকিৎসা নিচ্ছেন।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “সীমান্তের ওপারে দুজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। ভারতীয় খাসিয়ার সঙ্গে চোরাচালান লেনদেন নিয়ে তর্কে জড়ানোর এক পর্যায়ে খাসিয়াদের ছোড়া গুলিতে দুজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। তবে আহতদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত রয়েছে।”
এ বিষয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের কাছে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।