রিটার্নিং কর্মকর্তা বলেন, তার মনোনয়নপত্র মঙ্গলবার যাচাই-বাছাই শেষে ঢাকায় নির্বাচন কমিশনে পাঠানো হবে।
Published : 24 Jul 2023, 06:24 PM
নেত্রকোণা-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনে শুধু আওয়ামী লীগ প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার দুপুরে আওয়ামী লীগের জেলার শীর্ষ নেতাদের নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, “মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একমাত্র আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মনোনয়নপত্র আগামীকাল (মঙ্গলবার) যাচাই-বাছাই শেষে ঢাকায় নির্বাচন কমিশনে পাঠানো হবে।”
মনোনয়নপত্র বাতিল না হলে মোহনগঞ্জ-খালিয়াজুরি-মদন আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আমলা থেকে রাজনীতিতে আসা সাজ্জাদুল।
মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল, সাবেক চেয়ারম্যান প্রশান্ত রায় উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাজ্জাদুল হাসান নেত্রকোণা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
নেত্রকোণা ৪: নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসান
নেত্রকোণা-৪ উপ নির্বাচন: নৌকার প্রার্থী হতে আবেদন নয়জনের
এ সময় তিনি বলেন, “নির্বাচিত হলে এলাকায় চলমান উন্নয়ন কাজকে এগিয়ে নেব। মানুষের সেবায় নিজেকে নিবেদিত করব।”
গত ১১ জুলাই এই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যাওয়ায় ১৫ জুলাই নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল দেয়।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই, প্রত্যাহার ৩১ জুলাই এবং ২ জুলাই ভোট হওয়ার কথা ছিল।
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাজ্জাদুল হাসান টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে মাঠ প্রশাসনের দায়িত্ব সামলিয়েছেন। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর ২০২০ সালের শুরুতে তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্যদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সাজ্জাদুলের বড় ভাই ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি। তাদের বাবা আখলাকুল হোসাইনকে ১৯৭০ সালের নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নেত্রকোণার মোহনগঞ্জ-বারহাট্টা আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন আখলাকুল।